IMF কাকে বলে?

জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত একটি আর্থিক প্রতিষ্ঠান আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর এই সংস্থাটির কাজ শুরু হয়। এই সংস্থার প্রধান কাজ হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রানীতি ও মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আনুষ্ঠানিক লোগো

১৯৪৪ খ্রিষ্টাব্দের ২২ জুলাই তারিখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রথম সূচিত হয় (এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ধারণা)। ৪৫টি সদস্য রাষ্ট্র ব্রেটন উডস সম্মেলন-এ মিলিত হয়ে তাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক লেনদেন-এর ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে এর কার্যক্রমের গোড়াপত্তন হয়। তৎকালীন ব্রিটিশ ভারতও বিশ্বের প্রমুখ অর্থনীতির দেশের সঙ্গে যোগ দেয়। আন্তর্জাতিক লেন-দেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য রাখার লক্ষ্য নিয়ে ২৯টি রাষ্ট্র ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৭শে ডিসেম্বর একটি চুক্তিতে স্বাক্ষর করে এই সংস্থাটি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।

ধরন: আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান
সদরদপ্তর: ওয়াশিংটন, ডি.সি.
সদস্যপদ: ১ দেশ (প্রতিষ্ঠাকালীন); ১৮৯ দেশ (বর্তমান - সেপ্টেম্বর, ২০১৮ইং পর্যন্ত)
দাপ্তরিক ভাষা: ইংরেজি, ফরাসী ও স্পেনীয়
প্রধান অঙ্গ: বোর্ড অব গভর্নর্স


তথ্য সূত্র: আন্তর্জাতিক মুদ্রা তহবিল, উইকিপিডিয়া