জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত একটি আর্থিক প্রতিষ্ঠান আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর এই সংস্থাটির কাজ শুরু হয়। এই সংস্থার প্রধান কাজ হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রানীতি ও মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আনুষ্ঠানিক লোগো |
১৯৪৪ খ্রিষ্টাব্দের ২২ জুলাই তারিখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রথম সূচিত হয় (এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ধারণা)। ৪৫টি সদস্য রাষ্ট্র ব্রেটন উডস সম্মেলন-এ মিলিত হয়ে তাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক লেনদেন-এর ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে এর কার্যক্রমের গোড়াপত্তন হয়। তৎকালীন ব্রিটিশ ভারতও বিশ্বের প্রমুখ অর্থনীতির দেশের সঙ্গে যোগ দেয়। আন্তর্জাতিক লেন-দেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য রাখার লক্ষ্য নিয়ে ২৯টি রাষ্ট্র ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৭শে ডিসেম্বর একটি চুক্তিতে স্বাক্ষর করে এই সংস্থাটি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।
ধরন: আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান
সদরদপ্তর: ওয়াশিংটন, ডি.সি.
সদস্যপদ: ১ দেশ (প্রতিষ্ঠাকালীন); ১৮৯ দেশ (বর্তমান - সেপ্টেম্বর, ২০১৮ইং পর্যন্ত)
দাপ্তরিক ভাষা: ইংরেজি, ফরাসী ও স্পেনীয়
প্রধান অঙ্গ: বোর্ড অব গভর্নর্স
তথ্য সূত্র: আন্তর্জাতিক মুদ্রা তহবিল, উইকিপিডিয়া