WHO কাকে বলে?

জাতিসংঘের এক বিশেষ সংস্থা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টেকসই উন্নয়ন দলের অংশ। এই সংস্থাটি আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য নিয়োজিত। "সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা" এটি সংস্থার প্রধান উদ্দেশ্য।

সর্বজনীন স্বাস্থ্যসেবার পক্ষে পরামর্শ দেওয়া, জনস্বাস্থ্যের ঝুঁকি নিরীক্ষণ করা, স্বাস্থ্য জরুরী পরিস্থিতিতে প্রতিক্রিয়া সমন্বয় করা এবং মানবস্বাস্থ্য ও সুস্বাস্থ্যের প্রচার করা এগুলো হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ। ২০১২ সালে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে, অস্বাস্থ্যকর কাজ করার কারণে পৃথিবীতে প্রায় ১ কোটি ২৬ লক্ষ মানুষ মারা যান। মারা যাবার জন্য দায়ী হচ্ছে অস্বাস্থ্যকর বায়ু, পানি, রাসায়নিক দ্রব্য ইত্যাদি। এগুলো প্রায় ১০০ প্রকারের রোগ মানুষের শরীরে সৃষ্টি করতে সক্ষম। হাম,ডিপথেরিয়া,টিটেনাস,যক্ষ্মা,পোলিও ও হুপিং কাশি এই ৬ টি হচ্ছে শিশুদের ঘাতক রোগ। এগুলো কমিয়ে আনার জন্য, প্রতিরোধ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বদ্ধ পরিকর। এছাড়াও ম্যালেরিয়া দূর করার ব্যবস্থা করা,বিশুদ্ধ পানি ব্যবহারের জন্য ব্যবস্থা করা,পয়ঃনিষ্কাশনের ব্যবস্থার উন্নতি করা এই সংস্থার কাজ।

প্রতিষ্ঠাকাল: ৭ এপ্রিল, ১৯৪৮
অবস্থান: প্রতিষ্ঠাকাল:অবস্থান জেনেভা, সুইজারল্যান্ড
সংস্থার ধরণ: জাতিসংঘের বিশেষায়িত সংস্থা
সংক্ষিপ্ত নাম: হু ( WHO: World Health Organization)
মর্যাদা: সক্রিয়
ওয়েবসাইট: www.who.int
মাতৃ সংস্থা: জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)


তথ্য সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, উইকিপিডিয়া