মিশন পারসেভেরএন্স মারস

মঙ্গল গ্রহে নাসার আরেকটি মিশনের নাম 'মিশন পারসেভেরেন্স মারস'। মঙ্গল গ্রহে অতীতে পানি ও কোন ধরনের প্রাণের অস্তিত্ব ছিলো কিনা তা আরো অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত পারসেভেরেন্স রোবট পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। রোবটটি মঙ্গল গ্রহের বিভিন্ন স্থান থেকে মাটি, পাথর ও বিভিন্ন নমুনা সংগ্রহ করে রাখবে যেন ভবিষ্যতে অন্য কোন মিশনের মাধ্যেমে তা পৃথিবীতে নিয়ে এসে আরো ভালভাবে পরীক্ষা করা যায়।




মিশন সম্বন্ধে

মিশনের ধরণ : ল্যান্ডার / রোভার
মিশনটি বর্তমান অবস্থা : চলমান
আরম্ভের তারিখ : ৩০ জুলাই, ২০২০
রকেট উৎক্ষেপণের স্থান: কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
মঙ্গল গ্রহে অবতরণের তারিখ : ফেব্রুয়ারী ২০২১।

রোবটটিতে যেসব বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে

- মাস্ট ক্যাম জেড
- সুপার ক্যাম
- এক্স রে মেশিন
- মারস অক্সিজেন আইএসআরইউ এক্সপেরিমেন্ট ইত্যাদি।