টেমস নদী ইংল্যান্ডে অবস্থিত। ইংল্যান্ডের একটি অন্যতম প্রধান নদী। এই দেশের দক্ষিণাঞ্চল দিয়ে নদীটি প্রবাহিত। এর উৎপত্তিস্থল হচ্ছে দক্ষিণ-মধ্য ইংল্যান্ডের অপূর্ব কটস্ওল্ড গিরিশ্রেণীর চারটে জলপ্রবাহ থেকে। এই নদীর তীরে লন্ডন অবস্থিত। লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই এই নদী বিখ্যাত।
দেশ: ইংল্যান্ড
দৈর্ঘ্য: ৩৪৬ কিলোমিটার, ২১৫ মাইল
প্রবাহ: লন্ডন
টেমস নদীর কিছু চিত্র
তথ্য সূত্র: টেমস নদী, উইকিপিডিয়া