ওমানের রাজধানী মাস্কাটের পরিচয়

ওমানের রাজধানীর নাম মাস্কাট। মেট্রোপলিটন এলাকার আয়তন হচ্ছে  ১,৫০০ বর্গকিমি বা ৫৮০ বর্গ মাইল। পূর্ব ও পশ্চিমের বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্র বিন্দু হিসেবে ওইলায়েট প্রথম শতাব্দী থেকে পরিচিত। যা ৬টি এলাকা নিয়ে গঠিত। মাস্কাট গলফ সাগরের গুরুত্বপুর্ন বন্দর নগরী। তাই এটি বিদেশী ব্যবসায়ীদের জন্য আকর্ষনীয় স্থান।




ওমানের পতাকা


দেশ: ওমান
আয়তন: ৩,৫০০ বর্গকিমি বা ১,৪০০ বর্গমাইল
জনসংখ্যা (২০১০): ৭,৩৪,৬৯৭
সময় অঞ্চল: Oman standard time (ইউটিসি+4)

তথ্য সূত্র: মাস্কাট, উইকিপিডিয়া