সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক। সভ্যতার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস নিয়ে আলোচনা হলে দামেস্কের নাম উঠে আসবেই। এখানে মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে প্রায় দশ হাজার বছর ধরে। তাই "দামেস্কই পৃথিবীর প্রাচীনতম শহর" বলে দাবি করা হয়। তবে এখনও এই দাবির পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায়নি।
আজম প্রাসাদ |
উমাইয়া মসজিদ |
টেক্কে মসজিদ |
দামেস্কের সাধারণ দৃশ্য |
মক্তব আনবার |
মাউন্ট কাসিয়ুন |
দেশ: সিরিয়া
আয়তন: ১০৫ বর্গকিমি বা ৪১ বর্গমাইল
উচ্চতা: ৬৮০ মিটার বা ২,২৩০ ফুট
জনসংখ্যা (২০০৯ সাল): ১৭,১১,০০০
তথ্য সূত্র: দামেস্ক, উইকিপিডিয়া