ইরানের রাজধানী তেহরানের পরিচয়

ইরানের রাজধানী ও প্রধান শহর হচ্ছে তেহরান। ১৭৯৬ খ্রিষ্টাব্দে কাজা নামের এক বংশের আঘা মোহাম্মদ খান কর্তৃক প্রথমবার তেহরানকে ইরানের রাজধানী হিসেবে নির্বাচিত করা হয়েছিল। যার কারণ হচ্ছে যে, রাশিয়া-ইরানী যুদ্ধের জন্য ইরানের কাছ থেকে পৃথক হয়ে যাওয়া ককেশাস অঞ্চলে ইরান দেশের অঞ্চলগুলোর কাছের স্থানে থাকা যায় এবং পূর্ববর্তী শাসনকার্য ইরানের বংশোদ্ভূতদের বিপক্ষ দলগুলি এড়ানো যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে রাজধানী সরানো হয়েছে এবং তেহরান ইরানের ৩২ তম জাতীয় রাজধানী।

দেশ: ইরান
আয়তন: ৭৩০ বর্গকিমি বা ২৮০ বর্গমাইল
উচ্চতা: ৯০০ to ১,৮৩০ মিটার বা ২,৯৫২ to ৬,০০৩ ফুট
জনসংখ্যা (est.): ৭১,৬০,০৯৪




তথ্য সূত্র: তেহরান, উইকিপিডিয়া