টাইগ্রিস নদীর পরিচয়

টাইগ্রিস নদীর আরেক নাম দজলা। এটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি নদী। তুরস্কে এর উৎপত্তি হয়ে ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ফোরাত নদীর সাথে মিলিত হয়েছে। আর পারস্য উপসাগরে শাত আল আরব নামে পড়েছে। এই নদীর দৈর্ঘ্য ১,৯০০ কিলোমিটার। পূর্ব তুরস্কের পর্বতমালায় উৎপত্তি লাভ করে নদীটি দক্ষিণ-পূর্বে প্রবাহিত হয়ে অল্প সময়ের জন্য তুরস্ক ও সিরিয়ার সবচেয়ে পূর্বের সীমান্ত গঠন করে ইরাকে প্রবেশ করেছে। ইরাকের দক্ষিণ দিকে এটি ফোরাত নদীর সাথে মিলিত হয়ে শাত আল আরব নদী গঠন করেছে।

দেশ: ইরান, ইরাক, তুরস্ক, সিরিয়া




তথ্য সূত্র: দজলা, উইকিপিডিয়া