মালদ্বীপের রাজধানী মালের পরিচয়

মালদ্বীপের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর হচ্ছে মালে। পৃথিবীর সর্বাধিক অন্যতম ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। এই শহরটির অবস্থান ভৌগোলিকভাবে উত্তর মালা অ্যাটল(কাফু অ্যাটল) এর দক্ষিণে।

ঐতিহাসিকভাবে এই শহরটি ছিল রাজা শাসিত দ্বীপ। প্রাচীন রাজবংশ যেখানে শাসন করত আর সেখানেই প্রাসাদটি অবস্থিত। তখন শহরটি মহল নামে পরিচিত ছিল। রাজতন্ত্র ১৯৪৮ সালে বিলুপ্ত হবার পর রাষ্ট্রপতি ইব্রাহিম নাসির এর শাসনকালে শহরটিকে পুনঃনির্মাণ করা হয়। আর সুরম্য দুর্গসমূহ(কোশি), রাজপ্রাসাদ(গনদুয়ারা) এবং ঘাঁটিসমূহ(বুড়ুজ) ধ্বংস করা হয়। তবে মালে ফ্রাইডে মসজিদ থেকে গিয়েছিল।

আকাশ থেকে ধারণকৃত মালদ্বীপের রাজধানী মালে শহরের ছবি

দেশ: মালদ্বীপ
আয়তন: ৯.২৭ বর্গ কিলোমিটার বা ৩.৫৮ বর্গ মাইল
উচ্চতা: ২.৪ মিটার বা ৭.৯ ফুট
জনসংখ্যা: ১৩৩৪১২

তথ্য সূত্র: মালে, উইকিপিডিয়া