জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ জি৭। আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। আগে এই সংঘটির নাম ছিল জি৮। কিন্তু ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতা হয়। যার কারণে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি৮ থেকে বাদ দেয়া হয়। তাই এখন এই জোটটি জি-৭ নামে পরিচিত।
টরন্টো এর ইউনিভার্সিটি এভিনিউতে জি৭ সদস্য দেশগুলোর পতাকা। |
নেতৃবৃন্দ দেশ
- জাপান
- কানাডা
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র