বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত গ্রুপ অব টোয়েনটি ফিন্যানস মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস (জ়ি-২০, জি২০, গ্রুপ অব টোয়েনটি) একটি জোট বা গ্রুপ। গ্রুপের সদস্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং ১৯টি দেশ। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। জি২০ জোটের সদস্য সমষ্টিগতভাবে পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৮০% এবং বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যা গঠন করে। প্রথম জি২০ গঠনের প্রস্তাব করেন কানাডার সাবেক অর্থমন্ত্রী পল মার্টিন।
গাড় নীল রঙের দেশসমূহ জি২০ এর অন্তর্ভুক্ত; হালকা নীল রঙের দেশসমূহ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কিন্তু পৃথকভাবে জি২০ এর অন্তর্ভুক্ত নয় |
সংক্ষেপে: জি-২০
উদ্দেশ্য: বৈশ্বিক অর্থনীতির মূল বিষয়সমূহের উপর আলোচনার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একত্রীকরণ করা।
সদস্য দেশসমূহ
- আর্জেন্টিনা
- অস্ট্রেলিয়া
- ব্রাজিল
- কানাডা
- গণচীন
- ফ্রান্স
- ইউরোপীয় ইউনিয়ন
- জার্মানি
- ভারত
- ইন্দোনেশিয়া
- ইতালি
- জাপান
- মেক্সিকো
- রাশিয়া
- সৌদি আরব
- দক্ষিণ আফ্রিকা
- দক্ষিণ কোরিয়া
- তুরস্ক
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র