বৃহৎ আকার, শক্তিধর ঈগল। বনে বা ঘন জঙ্গলে ঈগল বসবাস করে। ঈগলরা জীবনধারণ করে বানর, ছোট জাতের পাখি, টিকটিকি, হাস-মুরগী খেয়ে। একটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন প্রায় ৩০ কেজি এবং লম্বায় প্রায় ৩০-৩৫ ইঞ্চি এবং এরা ১১,০০০ ফুট উপরে উঠতে পারে। পায়ের নখ হচ্ছে তাদের একটি বড় হাতিয়ার জীবন রক্ষার জন্য। তীক্ষ্ণ নখগুলো নিমিষের মধ্যে শিকারকে ছিন্নভিন্ন করে দেয়। তবে এখন এরা ধীরে ধীরে বিলুপ্তি হয়ে যাচ্ছে। বাংলাদেশে এদের দেখা পাওয়া যায়না বললেই চলে। হাস্ট ঈগল হচ্ছে সবচেয়ে বড় জাতের ঈগল। নিউজিল্যান্ডে 1874 সালে জুলিয়াস ফন হাস্ট এই জাতের ঈগলের প্রথম দেখা পান বলে তার নামানুসারে নামকরণ করা হয়।
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Falconiformes বা Accipitriformes
পরিবার: Accipitridae
তথ্য সূত্র: ঈগল, উইকিপিডিয়া