চিতাবাঘের পরিচয়

চিতাবাঘ হচ্ছে ফেলিডি গোত্রের অন্তর্গত এক প্রজাতির শ্বাপদ। এর আরেক নাম গুলবাঘ। চিতাবাঘের বৈজ্ঞানিক নাম Panthera pardus। এদের মাথাসহ দেহের দৈর্ঘ্য ১৬০ সেন্টিমিটার ও লেজ ১০০ সেন্টিমিটার। পুরুষ চিতাবাঘের ওজন ১৭ থেকে ৫৮ কিলোগ্রাম এবং মাদী চিতাবাঘের ওজন ৩১ থেকে ৬৫ কিলোগ্রাম। এদের কান গোলাকৃতি। তুলনামূলকভাবে মস্তক ক্ষুদ্রকার, উত্তল। আফ্রিকার বিস্তীর্ণ এলাকাজুড়ে এ প্রাণীটি দেখা যায়। প্রজাতিটির আবাসস্থল ধ্বংস, শিকারের অভাব আর চোরাশিকারের ফলে সারা দুনিয়ায় এটি বিলুপ্ত প্রায় প্রানী। তাই চিতাবাঘকে প্রায়-বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংস্থা আইইউসিএন। চিতাবাঘ হংকং, সিঙ্গাপুর, কুয়েত, সিরিয়া, লিবিয়া ও তিউনিসিয়ায় আঞ্চলিকভাবে বিলুপ্ত।


জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: Mammalia
বর্গ: মাংশাশী
পরিবার: Felidae
গণ: Panthera
প্রজাতি: P. pardus

তথ্য সূত্র: চিতাবাঘ, উইকিপিডিয়া