তেহরানের পরিচয়

ইরানের রাজধানী ও প্রধান শহর হচ্ছে তেহরান। তেহরান ইরান ও পশ্চিম এশিয়ায় সবচেয়ে জনবহুল শহর। কাজার বংশের আঘা মোহাম্মদ খান ১৭৯৬ খ্রিষ্টাব্দে ইরানের রাজধানী হিসেবে তেহরানকে প্রথমবার নির্বাচিত করেছিলো। যাতে করে রাশিয়া-ইরানী যুদ্ধের ফলে ইরানের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া ককেশাস অঞ্চলে ইরানের অঞ্চলগুলির নিকটবর্তী স্থানে থাকা যায় এবং ইরানের পূর্ববর্তী শাসনকার্য বংশোদ্ভূতদের বিপক্ষ দলগুলি এড়ানো যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে রাজধানীকে সরানো হয়েছে এবং তেহরান ইরানের ৩২ তম জাতীয় রাজধানী।





তথ্য সূত্র: তেহরান, উইকিপিডিয়া