ইয়েমেনের রাজধানী হলো সানা ও সানা গভর্নরেটের কেন্দ্রবিন্দু। এটি পৃথক প্রশাসনিক জেলা "আমানত আল-আসেমাহ" এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহরগুলোর মধ্যে সানা একটি।পৃথিবীর সর্বোচ্চ রাজধানী শহরগুলোর একটি, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২,৩০০ মিটার (৭,৫০০ ফুট)। পুরাতন সানা শহর হল ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
তথ্য সূত্র: সানা, উইকিপিডিয়া
সানার সংক্ষিপ্ত পরিচয়
সানার সংক্ষিপ্ত পরিচয়
রোদ
Tuesday, August 31, 2021
Marcadores:
রাজধানী
,
সাধারণ জ্ঞান