পদ্মা নদী

বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। রাজশাহী শহর এই পদ্মার উত্তর তীরে অবস্থিত।



পদ্মার গভীরতা হচ্ছে ১,৫৭১ ফুট (৪৭৯ মিটার) এবং গড় গভীরতা ৯৬৮ফুট (২৯৫ মিটার)। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার, গড় প্রস্থ ১০ কিলোমিটার। গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তারপর এখান থেকে নদীটির নাম পদ্মা হয়। উৎপত্তিস্থল থেকে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরও পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা-মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়।

দেশ:             বাংলাদেশ
জেলাসমূহ: নবাবগঞ্জ, রাজশাহী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নাটোর,পাবনা, কুষ্টিয়া, মাদারীপুর, শরীয়তপুর,                          ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর
উৎস:           গঙ্গা
দৈর্ঘ্য:           ১২০ কিলোমিটার (৭৫ মাইল)

তথ্য সূত্র: পদ্মা নদী, উইকিপিডিয়া