পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। যেটি বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়।
এই সেতুটি মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলাগুলোকে যুক্ত করেছে। এটি দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট দ্বারা নির্মিত, উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। লম্বায় ১৫০.১২ মিটার (৪৯২.৫ ফুট) এবং চওড়ায় ২২.৫ মিটার (৭৪ ফুট) এই রকম ৪১ টি স্প্যান নিয়ে এই সেতুটি গঠিত। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)।
বহন করে: যানবাহন, ট্রেন
অতিক্রম করে: পদ্মা নদী
স্থান: মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা
মোট দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার (২০,১৮০ ফুট)
প্রস্থ: ১৮.১৮ মিটার (৫৯.৬৫ ফুট)