ফারাক্কা বাঁধ কি ও কোথায় অবস্থিত

এটি গঙ্গা নদীর উপর অবস্থিত। এই বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ ও মালদহ জেলায় অবস্থিত। এর নির্মাণের কাজ শুরু ১৯৬১ সালে শুরু হয়ে ১৯৭৫ সালে শেষ হয়। ফারাক্কা বাঁধটি ২,২৪০ মিটার (৭,৩৫০ ফু) লম্বা। কলকাতা বন্দরের কাছে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে নদীতে পলি জমতে লাগে। এই সমস্যা দূর করতে ফারাক্কা বাঁধ তৈরি করা হয়।

অবস্থান: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
নির্মাণ শুরু: ১৯৬১
উদ্বোধনের তারিখ: ১৯৭২
মালিক: ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ
আবদ্ধতা: গঙ্গা নদী
দৈর্ঘ্য: ২,২৪০ মিটার (৭,৩৫০ ফু)

তথ্য সূত্র: ফারাক্কা বাঁধ, উইকিপিডিয়া