পৃথিবীর আয়না

সালার দে ইউনি কে পৃথিবীর আয়না বলা হয়। ১০,৫৮২ বর্গকিলোমিটার বিস্তৃত। এটির অবস্থান বলিভিয়ার পোটোসের ড্যানিয়েল ক্যাম্পোস প্রদেশে। এটি একটি বৃহত্তম লবণের মরুভূমি। এখানকার সাদা আলো দর্শনার্থীদের মুগ্ধ করে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার হাজার পর্যটক ছুটে যান। লবণের পরিমাণ ৬৪ বিলিয়ন টন। এটি বলিভিয়ার লবণের প্রধান উৎস্য।