ডাকটিকিট কি

প্রতিটি দেশে ডাকটিকিটের ব্যবহার হয়। ডাকটিকিট একটি ছোট্ট একখন্ড কাগজ, যাতে দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, বরেণ্য ব্যক্তিত্ব, ইত্যাদি বিষয় ফুটে ওঠে। বিশেষ দিনগুলো কে স্মরণ রাখার জন্য ডাক বিভাগগুলো ডাকটিকিট বের করে থাকে। এগুলোর উপর বিভিন্ন মনিষীর ছবি ছাপা থাকে। বিশেষ দিনগুলো এবং মনিষীদের স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকিট ব্যবহৃত হয়।

                                 পেনি ব্ল্যাক,পৃথিবীর প্রথম ডাকটিকিট ১৮৪০

১৮৪০ সালে পৃথিবীর প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়। বৃটেনের রানীর প্রতিকৃতি দিয়ে তৈরী করা। ডাকটিকিটটি কালো রঙের হওয়ায় নাম হয়েছে ব্লাক আর ডাকটিকিটের মূল্য মান ১পেনির হওয়ায় দুটো মিলে পেনি ব্লাক নাম করন হয়েছে।