ড্রাগন ফল এর সংক্ষিপ্ত পরিচয়

ড্রাগন ফল ফণীমনসা প্রজাতির ফল যা পিতায়য়া নামেও পরিচিত। এটি ভিয়েতনামে মিষ্টি ড্রাগন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ড্রাগন ফল,  থাইল্যান্ডে ড্রাগন স্ফটিক নামে ও গণচীন-এর লোকেরা আগুনে ড্রাগন ফল এবং ড্রাগন মুক্তার ফল বলে। লাল রঙের ড্রাগন ফল বেশি দেখা গেলেও এই ফলটি একাধিক রঙের হয়ে থাকে।

ড্রাগন ফল প্রথমে পাওয়া যেত স্থানীয় মেক্সিকো, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে। তবে বর্তমানে এগুলো পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া দেশগুলোতেও চাষ হয় এবং বাংলাদেশেও চাষ হয়। এছাড়াও ওকিনাওয়া, হাওয়াই, ইসরায়েল, প্যালেস্টাইন, উত্তর অস্ট্রেলিয়া ও দক্ষিণ গণচীন পাওয়া যায়।

 

বাংলাদেশে চাষকৃত গোলাপী ড্রাগন ফল

গোলাপী ড্রাগন