অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত। ইংরেজি ভাষীদের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়। ১১শ শতাব্দীর শেষ দিকে অথবা ১২শ শতাব্দীর প্রথমে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।

রাজা ২য় হেনরি ১১৬৭ সালে যখন ইংরেজ ছাত্রদের প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জনপ্রিয়তা পায়। প্রথমদিকে বিশ্ববিদ্যালয়ের নিজের কোন ভবন না থাকায় ভাড়া করা হল বা চার্চে ক্লাস নেওয়া হত। ১৩৫৫ সালে রাজা আদেশ করলে বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড শহরে স্থানান্তর করে দেওয়া হয়। ১৮৮৭ সালে প্রথম মহিলা কলেজ লেডি মার্গারেট হল প্রতিষ্ঠিত হয়। ২০ শতকে বিশ্ববিদ্যালয়টির আরও সংষ্কার করা হয়।

নীতিবাক্য: Dominus Illuminatio Mea

বাংলায় নীতিবাক্য: প্রতিপালকই আমার আলো

স্থাপিত: ১১ শতাব্দী

শিক্ষার্থী : ২৩,১৯৫ (২০১৬)

অন্যান্য শিক্ষার্থী: ৫০০

অবস্থান: অক্সফোর্ড, ইংল্যান্ড, যুক্তরাজ্য

ওয়েবসাইট:  ox.ac.uk




তথ্য সূত্র:  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, উইকিপিডিয়া