কুসুম্বা মসজিদ

বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় কুসুম্বা মসজিদ রয়েছে। এটি একটি প্রাচীন মসজিদ। বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি রয়েছে।

মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলক অনুযায়ী, মসজিদের নির্মাণকাল হচ্ছে হিজরি ৯৬৬ সাল(১৫৫৮-১৫৬৯খ্রিষ্টাব্দ)। গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, আফগানি শাসনামলের শুর বংশের শেষদিকের শাসক, এর আমলে সুলায়মান নামের একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন।

ধরন: মসজিদ

স্থাপত্য শৈলী: ইসলামিক স্থাপত্য

সৃষ্টিকারী: সবরখান বা সোলায়মান

দৈর্ঘ্য: ৫৮ ফুট (১৮ মি)

প্রস্থ: ৪২ ফুট (১৩ মি)

গম্বুজসমূহ:

মিনার:

তথ্য সূত্র: কুসুম্বা মসজিদ, উইকিপিডিয়া