বজরা শাহী মসজিদ

১৮শ শতাব্দীতে নির্মিত বজরা শাহী মসজিদ নোয়াখালী থেকে ২০ কিলোমিটার উত্তরে বজরা নামক গ্রামে অবস্থিত।

১৭৪১-৪২ খ্রিষ্টাব্দে, মুগল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে, আমান উল্লাহ মসজিদটি নির্মান করেন। বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে মসজিদটি মেরামত করে এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন। মসজিদটি বর্তমানে ভাল অবস্থায় সংরক্ষিত রয়েছে এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলির তালিকাতে রয়েছে।




তথ্য সূত্র: বজরা শাহী মসজিদ, উইকিপিডিয়া