মিশন ইনসাইট: মঙ্গল গ্রহে ভূমিকম্প তৎপরতা পর্যবেক্ষণ মিশন

মঙ্গল গ্রহ কতটা বসবাসযোগ্য হতে পারে তা নির্ণয়ের জন্য নাসার আরেকটি মিশনের নাম 'মিশন ইনসাইট'। ২০১৮ সালের ৫মে একটি রোভার রোবট নিয়ে পৃথিবী থেকে যাত্রা শুরুর পর একই বছর ২৬ নভেম্বার প্রায় ৬ মাস দীর্ঘ ভ্রমণের পর সফলভাবে মঙ্গল গ্রহে অবতরণ করে নাসার মার্স ল্যান্ডার, এবং আজ অবধি (আগস্ট ২০২০) এখনো রোবটটি মঙ্গল গ্রহের সিসমিক (ভূমিকম্প) তৎপরতা ও প্রায় ৪ বিলিয়ন আগে গঠিত হওয়া গ্রহটির ইনার কোর (আভ্যন্তরীণ গঠন) নিয়ে মাটি খননসহ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে।

Mission Insight Robot
নাসা'র মিশন ইনসাইট রোবট
Image credit nasa.gov


মিশন সম্বন্ধে

মিশনের ধরণ : ল্যান্ডার / রোভার
মিশনটি বর্তমান অবস্থা : চলমান
আরম্ভের তারিখ : ৫ মে, ২০১৮
মঙ্গল গ্রহে অবতরণের তারিখ : ২৬ নভেম্বর, ২০১৮

রোবটটিতে যেসব বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে

- সিসোমিটার
- তাপ প্রবাহ তদন্ত

মিশন ইনসাইট থেকে প্রাপ্ত মঙ্গল গ্রহের ছবি

Mars Panoramic Image Taken by Insight Rover
মিশন ইনসাইটের রোভার থেকে প্রাপ্ত মঙ্গল গ্রহের প্যানোরামিক ছবি, আগস্ট ২০২০
Photo credit: nasa.gov

Mars Surafce Image Taken by Insight Rover
মিশন ইনসাইটের রোভার থেকে প্রাপ্ত মঙ্গল গ্রহের মাটির ছবি, আগস্ট ২০২০
Photo credit: nasa.gov


মিশন ইনসাইট থেকে প্রাপ্ত আরো নতুন ছবিগুলো দেখার জন্য এই লিংকে দেখুন।