নরওয়েকে নিশীথ বা রাতের সূর্যের দেশ বলা হয়, কারণ বছরের কিছু সময় এই দেশের বিভিন্ন অঞ্চলে সূর্য অস্তমিত হওয়ার স্থানে পৌঁছার পর আর অস্তমিত হয়না!
যে কারণে এরকম ঘটে
রাতের সূর্য একটি প্রাকৃতিক ঘটনা যা ভৌগলিক অবস্থানের কারণে আর্কটিক সার্কেলের উত্তরে ও এন্টার্কটিক সার্কেলের দক্ষিণে বছরের কিছু সময় ঘটে থাকে। আর্কটিক সার্কেলে মধ্যরাতের পর সূর্যকে মনে হয় বাম থেকে ডান দিকে আবর্তন করছে আর এন্টার্কটিক সার্কেলে মনে হয় সূর্য ডান থেকে বামে আবর্তন করছে। বছরের ২১ জুন উত্তর গোলার্ধে ও ২৩ ডিসেম্বার দক্ষিণ গোলার্ধে সূর্য দিগন্তের নীচে অস্ত যায় না।
নরওয়ের আলটা শহরে রাতের সূর্য |
এই ভৌগলিক অবস্থানের সুত্র ধরে উত্তর মেরু অঞ্চলের দেশ নরওয়ের কিছু অঞ্চলে বছরের ১৯ এপ্রিল থেকে ২৩ আগস্ট সূর্য অস্তমিত হয় না। সূর্য
অস্তমিত হওয়ার স্থানে যাওয়ার পর বাম থেকে ডানে আবর্তিত হতে থাকে এবং সারা রাত্রি
এ অবস্থায় থাকে। এ কারণে নরওয়েকে নিশীথ বা রাতের সূর্যের দেশ বলা হয়।
রাতের সূর্য, আল্টা নরওয়ে।
যারা রাতের সূর্য দেখার জন্যে নরওয়ের আল্টা ভ্রমণ করতে চান
ভ্রমণের সময়: ১৯ এপ্রিল থেকে ২৩ আগস্টের মধ্যে হতে হবে।হোটেল ও বিস্তারিত গাইডের জন্যে দেখুন: Travel Guide For Alta, Norway at Lonely Planet.
তথ্য সুত্র: Midnight Sun, Wikipidedia