উত্তর আমেরিকা মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত ও কি কি

পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধে উত্তর আমেরিকা মহাদেশটি অবস্থিত। এই মহাদেশটির আয়তন হচ্ছে  ২৪,৭০৯,০০০ বর্গ কি.মি., ৯,৫৪০,০০০ বর্গ মাইল।

 উত্তর আমেরিকা মহাদেশ মোট ২৭ টি দেশ নিয়ে গঠিত। নিচে সবগুলো দেশের নাম দেয়া হলো।

  • যুক্তরাষ্ট্র   
  • কানাডা
  • বারমুডা
  • পোয়েটরিকো
  • কেউম্যান দ্বীপপুঞ্জ
  • অ্যাঙ্গুইলা
  • হাইতি
  • সেন্ট লুসিয়া
  • সেন্ট ভিনসেন্ট
  • সেন্টকিটস
  • বেলিজ
  • বাহামা দ্বীপপুঞ্জ
  • বারবাডোজ
  • ত্রিনিদাদ ও টোবাগো
  • ডোমিনিকান রিপাবলিক
  • ডোমিনিকা
  • জ্যামাইকা
  • গ্রানাডা
  • কিউবা
  • এন্টিগুয়া ও বারমুডা
  • হন্ডুরাস
  • পানামা
  • নিকারাগুয়া
  • গুয়েতেমালা
  • কোস্টারিকা
  • এল সালভাদর
  • মেক্সিকো

তথ্য সূত্র: উত্তর আমেরিকা