পৃথিবীর দীর্ঘতম সমূদ্র সৈকত

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর কক্সবাজার, পর্যটন কেন্দ্র এবং মৎস্য বন্দর। নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য কক্সবাজার বিখ্যাত। ১২২ কি.মি. পর্যন্ত বিস্তৃত বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত এখানে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এখানে অবস্থিত। একটা সময়ছিল যখন কক্সবাজার পানোয়া নামে পরিচিত ছিল। আর পালঙ্কি হচ্ছে এর আরো একটি প্রাচীন নাম।

নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ১৬১৬ সালে কক্সবাজার-সহ চট্টগ্রামের একটি বড় অংশ মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজার নামটি এসেছে। পালংকি ছিল কক্সবাজারের আগের নাম। হিরাম কক্স যখন পালংকির মহাপরিচালক নিযুক্ত হন। তখন আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরোনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং তিনি শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ সম্পূর্ণ শেষ করার আগেই ১৭৯৯ সালে মারা যান। মারা যাবার পর একটি বাজার প্রতিষ্ঠা করা হয় তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে। নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার। ১৮৫৪ সালে কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয়। ১৮৬৯ সালে পৌরসভা গঠিত হয়। 

দেশ: বাংলাদেশ
বিভাগ: চট্টগ্রাম বিভাগ
জেলা: কক্সবাজার জেলা
আয়তন: ২৪.৪৫ বর্গকিমি, ৯.৪৪ বর্গমাইল
সময় অঞ্চল: বিএসটি (ইউটিসি+৬)

তথ্য সূত্র: কক্সবাজার, উইকিপিডিয়া