আরব দেশসমূহের একটি সংস্থা আরব লীগ। আলেক্সাদ্রিয়া প্রোটোকলের উপরে ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়েছিল। এটির উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক ও পারস্পরিক বিভিন্ন সমস্যা সমাধান করা।
সদস্য রাষ্ট্রসমূহ
আরব লীগের সদস্য রাষ্ট্র সংখ্যা মোট ২২টি।- কুয়েত
- লেবানন
- ফিলিস্তিন
- কাতার
- জর্দান
- বাহরাইন
- সংযুক্ত আরব আমিরাত
- লিবিয়া
- ওমান
- সৌদি আরব
- সিরিয়া
- তিউনিসিয়া
- ইরাক
- আলজেরিয়া
- মরোক্কো
- সুদান
- জিবুতি
- মিশর
- ইয়েমেন
- মৌরিতানিয়া
- সোমালিয়া
- সিরিয়া (বরখাস্ত)
সদর দপ্তর: কায়রো, মিশর
সরকারি ভাষা: আরবি
আয়তন: ১,৩১,৩২,৩২৭ বর্গকিলোমিটার, ৫০,৭০,৪২০ বর্গমাইল
সদস্য রাষ্ট্রসমূহ: ২২টি রাষ্ট্র
সময় অঞ্চল: ইউটিসি+0 to +4
তথ্য সূত্র: আরব লীগ, উইকিপিডিয়া