ইউনিসেফ কাকে বলে?

জাতিসংঘের একটি বিশেষ সংস্থার নাম হচ্ছে ইউনিসেফ (UNICEF=United Nations International Children's Emergency Fund) বা জাতিসংঘ শিশু তহবিল (United Nations Children's Fund)। জাতিসংঘের সাধারণ পরিষদের সর্বোপ্রথম অধিবেশনে সংস্থাটি গঠনের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিশুদের নিরাপত্তা ও উন্নতির জন্য এই সংস্থাটি কাজ করে থাকে। ইউনিসেফ তাদের কল্যাণমুখী ভূমিকার কারণে ১৯৬৫ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়।

 

সদর দপ্তর: নিউ ইয়র্ক
সংক্ষিপ্ত নাম: ইউনিসেফ
প্রতিষ্ঠাকাল: ডিসেম্বর ১৯৪৬
সংস্থার ধরণ: জাতিসংঘ শিশু তহবিল
মর্যাদা: সচল
মাতৃ সংস্থা: ইসিওএসওসি


তথ্য সূত্র: ইউনিসেফ, উইকিপিডিয়া