ইউনেস্কো কাকে বলে?

জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হচ্ছে ইউনেস্কো (UNESCO) বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (United Nations Educational, Scientific, and Cultural Organization)। এই সংস্থার কাজ হচ্ছে গোটা বিশ্বে মানুষের জীবন মানের উন্নয়ন ও শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসার ঘটানো। লন্ডন সম্মেলনে ১৯৪৫ সালের নভেম্বরে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে এই সংস্থাটি ১৯৪৬ সালে স্বীকৃতি লাভ করে।

ইউনেস্কো পুরস্কার

বর্তমানে ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং শান্তি বিষয়ে ২২ ধরনের পুরস্কার প্রদান করে আসছে।

  • ফেলিক্স হোফোয়েট-বোইগনি শান্তি পুরস্কার
  • বিজ্ঞানে নারীদের জন্য এল'ওরেল-ইউনেস্কো পুরস্কার
  • ইউনেস্কো/কিং সেজং সাহিত্য পুরস্কার
  • ইউনেস্কো/কনফুসিয়াস সাহিত্য পুরস্কার
  • ইউনেস্কো/আমির জাবের আল-আহমদ আল-জাবের আল-সাবাহ শিক্ষা পুরস্কার


সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স
সংক্ষিপ্ত নাম: ইউনেস্কো ইউএনইএসসিও
সংস্থার ধরণ: বিশেষায়িত সংস্থা
মর্যাদা: সক্রিয়
প্রতিষ্ঠাকাল: ৪ নভেম্বর, ১৯৪৫


তথ্য সূত্র: জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, উইকিপিডিয়া