হুয়াংহো নদী

চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী হুয়াংহো নদী বা পীত নদী। হুয়াংহো নদীর উৎপত্তি হচ্ছে ছিংহাই প্রদেশে অবস্থিত বায়ান হার পবর্তের উত্তরাংশে। হুয়াংহো নদী ছিংহাই, সিছুয়ান, কানসু , নিংশিয়া, অন্তর্দেশীয় মঙ্গোলিয়া, শাআনশি, শানশি, হনান আর শানতুং প্রদেশের ভেতরে প্রবাহিত হয়েছে।

কেন এই নদীকে চীনের দুঃখ বলা হয়?

প্রায়ই প্রাচীন চীনে হুয়াংহো নদী থেকে আসা বন্যায সবকিছু ভাসিয়ে দিত। তাই এই নদীকে "চীনের দুঃখ" বলা হয়। অতি প্রচন্ডভাবে এই নদীর গতিপথ বদল হয়েছে ইতিহাসে ছাব্বিশবার। যার জন্য প্রত্যেকবারই চীনের জনগণের জীবনের নেমে এসেছিল দুঃখদুদর্শা।

স্থানীয় নাম: হলুদ নদী (黄河)
দেশ: গণপ্রজাতন্ত্রী চায়না
দৈর্ঘ্য: ৫,৪৬৪ কিমি, ৩,৩৯৫ মা

হুয়াংহো নদীর কিছু চিত্র





হুয়াংহো নদীর স্যাটেলাইট ভিউ



তথ্য সূত্র: হুয়াংহো নদী, উইকিপিডিয়া