তুরস্কের রাজধানী আঙ্কারার পরিচয়

তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা। এটি তুরস্কের দ্বিতীয় বৃহত্তম শহর। আঙ্কারা তুরস্কের গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বিলিতে ১৯২০ সালের ২৩ শে এপ্রিল রাজধানী শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ লোমবিশিষ্ট ছাগলের জন্য আংকারা শহর বিখ্যাত ছিল যেটিকে অ্যাঙ্গোরা ছাগল নামে পরিচিত। এছারাও নাসপতি, দীর্ঘ লোমবিশিষ্ট খরগোস বা বিড়াল, মধু, আঙ্গুরের জন্য বিখ্যাত।

আতাকুলে

দেশ: তুরস্ক
আয়তন: ২৪,৫২১ বর্গকিমি বা ৯,৪৬৮ বর্গমাইল
উচ্চতা: ৯৩৮ মিটার বা ৩,০৭৭ ফুট
জনসংখ্যা (2017): ৫৪,৪৫,০২৬

তথ্য সূত্র: আঙ্কারা, উইকিপিডিয়া