ইউফ্রেটিস দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি নদী। এর আরেকটি নাম ফোরাত। ফোরাত নদীর দীর্ঘ ২,৭০০ কিলোমিটার। এর উৎপত্তি তুরস্কতে হয়ে ইরাক ও সিরিয়ার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে। তারপর শাত আল আরব নামে পরিচিত পারস্য উপসাগরে পতিত হয়েছে। প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরিয় সভ্যতাগুলো এখানেই বিকাশ লাভ করেছিল।
দেশ: তুরস্ক, সিরিয়া, জর্ডান, সৌদি আরব, কুয়েত এবং ইরাক
দৈর্ঘ্য: ২,৮০০ কিমি
তথ্য সূত্র: ফোরাত নদী, উইকিপিডিয়া