অস্ট্রেলিয়ার হচ্ছে একটি দ্বীপ-মহাদেশ। এশিয়ার দক্ষিণ-পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। দেশটির পূর্বে প্রবাল সাগর এবং তাসমান সাগর, পশ্চিমে ভারত মহাসাগর, উত্তরে তিমুর সাগর, আরাফুরা সাগর, ও টরেস প্রণালী; দক্ষিণে ব্যাস প্রণালী ও ভারত মহাসাগর অবস্থিত।
দেশটি প্রায় ৪০০০ কিমি পূর্ব-পশ্চিমে এবং উত্তর-দক্ষিণে প্রায় ৩৭০০ কিমি দীর্ঘ। অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হলেও বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম দেশ। ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। বৃহত্তম শহর সিডনী। এই দুইটি শহরই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব সীমান্ত ধরে প্রায় ২০১০ কিমি জুড়ে এটি বিস্তৃত। ৬টি অঙ্গরাজ্য নিয়ে অস্ট্রেলিয়া গঠিত - কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েল্স, তাসমানিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, ও পশ্চিম অস্ট্রেলিয়া। আরও আছে দুইটি টেরিটরি — উত্তর টেরিটরি এবং অস্ট্রেলীয় রাজধানী টেরিটরি। ১৭শ শতাব্দীর পূর্ব পর্যন্ত বিশ্বের কাছে দ্বীপটি অজানা ছিল। দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনে প্রথম স্থায়ী উপনিবেশ ১৭৮৮ সালে সৃষ্টি করা হয়; এটি ছিল ব্রিটিশ কয়েদিদের উপনিবেশ। ১৯শ শতক জুড়ে অস্ট্রেলিয়া এক গুচ্ছ ব্রিটিশ উপনিবেশ হিসেবে কাজ করত। ১৯০১ সালে এগুলি একত্র হয়ে স্বাধীন অস্ট্রেলিয়া গঠন করে।
রাজধানী: ক্যানবেরা
সরকারি ভাষা: None
আয়তন: ৭৬,১৭,৯৩০ বর্গকিলোমিটার বা ২৯,৪১,৩০০ বর্গমাইল
জনসংখ্যা(2006 আদমশুমারি): 19,855,288
মুদ্রা: Australian dollar
কলিং কোড: +61
ইন্টারনেট টিএলডি: .au
তথ্য সূত্র: অস্ট্রেলিয়া, উইকিপিডিয়া