মরক্কোর সংক্ষিপ্ত পরিচয়

উত্তর আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র মরক্কো বা মরক্কো রাজ্য। রাজধানীর নাম রাবাত। দেশটি উত্তরে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী এবং আটলান্টিক মহাসাগরের এর তীরবর্তী পর্যন্ত বিস্তৃত।


মরক্কো অঞ্চলের মানব বসতির ইতিহাস সর্বপ্রথম নিম্ন প্রত্নপ্রস্তরযুগীয় কাল থেকে জেবেল ইরহাউড নামে পরিচিত ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে পাওয়া যায় যে, কমপক্ষে ৪,০০,০০০ বছর পূর্বে হোমিনিডরা এ অঞ্চলে বসতি গেঁড়েছিল। যদিও এরও দুই হাজার বছর পূর্বে স্থানীয় বার্বাররা অঞ্চলটিতে বসতি স্থাপন করেছিল। উপকূলীয় অঞ্চলসমূহের উপর দ্যা সিটি স্টেট অব কারথেজ খ্রিষ্টপূর্ব ৫ম অব্দে তাদের কর্তৃত্ব বিস্তার করে। খ্রিষ্টপূর্ব ৩য় অব্দের শেষ পর্যন্ত তারা সেখানে অবস্থান করেছিল, যখন স্থানীয় সম্রাটরা হিন্টারলেন্ট শাসন করেছিল। যখন এটি রোমান সাম্রাজ্যভুক্ত ছিল তখন স্থানীয় বার্বার সম্রাটরা রাজ্যটি খ্রিষ্টপূর্ব ৩য় শতাব্দী থেকে শুরু করে ৪০ খ্রীস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। মুসলমানরা ৮ম শতাব্দীর শুরুর দিকে অঞ্চলটি জয় করেছিল। কিন্তু উমাইয়া খেলাফত থেকে ৭৮০ সালের বার্বার বিদ্রোহের পরে সরে যেতে হয়েছিল। ১৫৪৯ সাল থেকে ১৬৫৯ সাল পর্যন্ত সাদী রাজবংশ দেশটি শাসন করেছিল। ফেজ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯১২ সালে প্রথম মরক্কীয় সংকট ও আগাদীর সংকটের পর। ফলে মরক্কো বিভক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের আশ্রিত রাজ্যে পরিণত হয়েছিল। ফ্রান্সীয় শাসনের ৪৪ বছর পর ১৯৫৬ সালে মরক্কো ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করেছিল।

এক নজরে মরক্কোর কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

সাংবিধানিক নাম: মরক্কো রাজ্য
রাজধানী: রাবাত
মোট আয়তন: ৭,১০,৮৫০ বর্গকিলোমিটার বা ২,৭৪,৪৬০ বর্গমাইল বা ৪৪৬,৫৫০কি.মি
মোট জনসংখ্যা: ৩৩,৮৪৮,২৪২
রাষ্ট্র ভাষা: আরবি
মুদ্রার নাম: দিরহাম

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডায়ালিং কোড : +২১২
আন্তর্জাতিক সময় অঞ্চল UTC / GMT: ইউটিসি+১