সুদানের সংক্ষিপ্ত পরিচয়

আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের সুদান একটি রাষ্ট্র। রাজধানীর নাম খার্তুম। সুদান প্রজাতন্ত্র এর সরকারী নাম। সুদানে ৬০ হাজার বছর আগেও মানব বসতি ছিল। প্রততাত্ত্বিক নিদর্শন থেকে এর প্রমাণ পাওয়া যায়।


এ অঞ্চলে প্রায় আট হাজার বছর আগে স্থায়ীভাবে মানববসতি শুরু হয়। সুদানের সাথে মিসরের শক্তিশালী ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন ছিল প্রাচীনকাল থেকেই। ‘কুশ’ তখন সুদানের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য ছিল। কুশের রাজধানী ছিল ‘নাপাটা’। কুশ রাজা কাস্তা ৭৫০ খ্রিষ্টপূর্বাব্দে মিসর দখল করে নেন। পরে ওই অঞ্চলে প্রায় ২০০ বছর তার উত্তরাধিকারীরা কুশ সাম্রাজ্য টিকিয়ে রাখে। সর্বশেষ কুশ রাজা ৬৬৩ খ্রিষ্টপূর্বাব্দে মিসর থেকে রাজত্ব গুটিয়ে নাপাটে ফিরে আসেন। ব্রিটিশরা ১৮৯০ সালে সুদানে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে। ব্রিটিশরা বহু চেষ্টার পর ১৮৯৯ সালে ইঙ্গ-মিসরীয় সুদান প্রতিষ্ঠা করে। যার ফলে এক মিসরীয় গভর্নরের হাতে সুদান শাসনের ভার ন্যস্ত হয়। এ গভর্নর ব্রিটিশ সরকারের পরামর্শে নিয়োগ করা হতো। মূলত এ সময় সুদান ব্রিটিশ কলোনি হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশরা ১৯২৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত সুদানকে দু’টি ভাগে ভাগ করে শাসন করত। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আধিপত্য দেশটির উত্তরাঞ্চলে এবং খ্রিষ্টানদের আধিপত্য দক্ষিণাঞ্চলে টিকিয়ে রেখে। সুদান ব্রিটিশদের কাছ থেকে ১৯৫৬ সালে স্বাধীনতা লাভ করে।

রাজধানী:
খার্তুম
আয়তন: ১৮,৮৬,০৬৮ বর্গকিলোমিটার বা ৭,২৮,২১৫ বর্গমাইল
জনসংখ্যা(২০১৭ আনুমানিক): 38,647,803
মুদ্রা: সুদানিজ পাউন্ড
সময় অঞ্চল: ইউটিসি+৩
কলিং কোড: ২৪৯
ইন্টারনেট টিএলডি: .sd

তথ্য সূত্র: সুদান, উইকিপিডিয়া