উত্তর আফ্রিকাতে ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে লিবিয়া রাষ্ট্রটি অবস্থিত। আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলোর মধ্যে লিবিয়া একটি। দেশটির প্রায় সমস্ত লোক উপকূলবর্তী অঞ্চলে বাস করে। ত্রিপোলিতানিয়া, ফেজ, ও সিরেনাইকা হলো লিবিয়ার তিনটি প্রধান অঞ্চল। খনিজ তেল আবিষ্কারের আগে ১৯৫০-এর দশকে লিবিয়া একটি দরিদ্র রাষ্ট্র ছিল। লিবিয়া আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলোর তখন হয়েছিলো যখন পেট্রোলিয়ামের বিরাট মজুদ আবিষ্কার হয়।
প্রথমে রোম, কার্থেজ এবং ভ্যান্ডালস দের দ্বারা পরপর এই দেশ শাসিত হয়। মধ্য যুগে মরক্কো, মিশর এবং আরব আধিপত্য বিস্তারের চেষ্টা করে। স্পেন এবং মাল্টার নাইট গণ ১৬শ শতাব্দি তে কিছুদিনের জন্য এর উপর কর্তৃত্ব করে। লিবিয়া ১৫৫১ থেকে ১৯১১ সাল পর্যন্ত তুর্কি দের অধীনে ছিল। তারপর ইতালির অধীনে। লিবিয়া ২য় বিশ্বযুদ্ধে ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। লিবিয়া দেশটি ১৯৫১ সালের ২৪শে ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। দেশটি ১৯৫৩ সালে আরব লীগের সদস্য হয় এবং ১৯৫৫ সালে জাতিসংঘের।
রাজধানী: ত্রিপোলি
সরকারি ভাষা: আরবি
আয়তন: ১৭,৫৯,৫৪১ বর্গকিলোমিটার বা ৬,৭৯,৩৬৩ বর্গমাইল
জনসংখ্যা(২০০৯ আনুমানিক): ৬,৪২০,০০০
মুদ্রা: দিনার
সময় অঞ্চল: ইউটিসি: +২
কলিং কোড: ২১৮
ইন্টারনেট টিএলডি: .ly
তথ্য সূত্র: লিবিয়া, উইকিপিডিয়া