মালির সংক্ষিপ্ত পরিচয়

পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র মালি। দেশটি ১৮৯৫ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ফরাসিদের অধিকারে ছিলো। ১৯৬০ সালে মালি স্বাধীন হয়। মালি স্বৈরশাসন থেকে ১৯৯১ সালে মুক্ত হয় এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে। গণতান্ত্রিক নির্বাচন ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়। দেশটির অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। দেশের উত্তর প্রান্তে তুয়ারেগ জাতি গোষ্ঠীর বিদ্রোহ ২০১১ সাল থেকে দেখা দেয়। মাঝা্রি পদের কিছু সেনা ২০১২ সালের ২২ মার্চে বিদ্রোহ দমনে সরকারী ব্যর্থতার অভিযোগে রাষ্ট্রপতি আমাদো টোরেকে ক্ষমতাচ্যূত করে সামরিক শাসন জারি করে। ইকনমি কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস'এর মধ্যস্থতায় এপ্রিল মাসে অসামরিক শাসন পুনর্বহাল হয়, অন্তর্বর্তী রাষ্ট্রপতি হন ডিওনকোন্ডা ট্রারোরে। অভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের উত্তর প্রান্তের তিনটি অঞ্চল অধিকার করে নেয় বিদ্রোহীরা। অঞ্চলগুলো ২০১৩ সালের জানুয়ারি মাসে পুনর্দখলে অভিযান শুরু করে সেনাবাহিনী। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে দেশে নির্বাচন হওয়ার কথা।


রাজধানী: বামাকো
সরকারি ভাষা: ফরাসি
আয়তন: ১২,৪০,১৯২ বর্গকিলোমিটার বা ৪,৭৮,৮৪১ বর্গমাইল
জনসংখ্যা(এপ্রিল ২০০৯ আদমশুমারি): 14,517,176
মুদ্রা: CFA franc (XOF)
কলিং কোড: ২২৩
ইন্টারনেট টিএলডি: .ml

তথ্য সূত্র: মালি, উইকিপিডিয়া