দানিউব নদীর পরিচয়

ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব। ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ। এর উৎপত্তিস্থল হচ্ছে জার্মানির সোয়ার্টজওয়াল্ড অঞ্চলে। এটি সেখান থেকে পূর্বদিকে প্রায় ২৮৫০ কিমি প্রবাহিত হয়ে রুমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। প্রায় ৩০০-র মত দানিউবের উপনদী আছে। প্রায় ৭৭৭,০০০ বর্গ কিমি দানিউব নদীর উপত্যকার আয়তন। আর এই উপত্যকা জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, স্লোভেনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, ও ইউক্রেন পর্যন্ত বিস্তৃত।




তথ্য সূত্র: দানিউব নদী, উইকিপিডিয়া