ফিনল্যান্ডের সংক্ষিপ্ত পরিচয়

উত্তর-পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে ফিনল্যান্ড অবস্থিত। ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলোর একটি ফিনল্যান্ড। সুমেরুবৃত্তের উত্তরে এর এক-তৃতীয়াংশ এলাকা অবস্থিত। এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে।




দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সক্রিয়ভাবে জড়িয়ে পরে। সোভিয়েত রাশিয়া ১৯৩৯-৪০ এর ৩ মাসব্যাপী শীতকালীন যুদ্ধে ফিনল্যাণ্ড আক্রমণ করে। হেলসিঙ্কিতে সেসময় বিপুল বোমাবর্ষণ হয়। ফিনল্যাণ্ড উপসাগরে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় মস্কো শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হলেও। অপারেশন বারবারোসায় ফিনল্যান্ডের নাৎজি সমর্থনের প্রেক্ষিতে জুন পূর্ব রণাঙ্গন-এর সূত্রপাত হিসেবে ১৯৪১ থেকে সোভিয়েতের সাথে ৩ বছরব্যাপী চলমানযুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধের মধ্যে হেলসিঙ্কিতে বিমান হামলা অনেকটা রুখে দেয়া সক্ষম হয়। ১৯৪৪ সেপ্টেম্বর এ ফিনিস প্রধানমন্ত্রী আনত্তি হ্যাকজেল এর কূটনৈতিক তৎপরতায় যুদ্ধবিরাম হয়।

রাজধানী:
হেলসিঙ্কি
সরকারি ভাষা: ফিনীয়, সুয়েডীয়
জনসংখ্যা(২০০৭ আনুমানিক): ৫,২৮৮,৪৮৩
মুদ্রা: ইউরো
কলিং কোড: ৩৫৮
ইন্টারনেট টিএলডি: .এফআই

তথ্য সূত্র: ফিনল্যান্ড, উইকিপিডিয়া