পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র ঘানা

পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র ঘানা বা গানা। এটি গোল্ড কোস্ট নামের একটি ব্রিটিশ উপনিবেশ ছিল ১৯৫৭ সাল পর্যন্ত। ঘানার কয়েকশ মাইল উত্তর-পশ্চিমের নাইজার নদীর তীরে অবস্থিত মধ্যযুগীয় সাম্রাজ্য ঘানার নামে দেশটির নামকরণ করা হয়।

দেশটিতে ১০০-রও বেশি জাতির লোক বসবাস করে। আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতিগুলোর মধ্যে একটি ঘানার অর্থনীতি, তবে এখনও দেশটির অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। প্রাচীন ঘানাতে ব্রোঞ্জ যুগ থেকে মানুষের বসবাস ছিল তা প্রমাণ করে প্রগৌতিহাসিক যুগের নির্দশন। যদিও আধুনিক ঘানার দখল এগারো শতক পর্যন্ত ছিল। আকান জনগোষ্ঠী বুনুমান নামের জনবসতি এগারো শতকের প্রথমদিকে গড়ে তোলে। ষোল শতকে এই অঞ্চলেই গা ও দাগোমবা নামের দুটি ভিন্ন রাষ্ট্র গড়ে উঠেছিল।

রাজধানী: আক্রা
সরকারি ভাষা: ইংরেজি
আয়তন: ২,৩৮,৫৩৫ বর্গকিলোমিটার বা ৯২,০৯৯ বর্গমাইল
জনসংখ্যা(২০১৪ আনুমানিক): ২,৭০,৪৩,০৯৩
মুদ্রা: ঘানাইয়ান সেডি
কলিং কোড: ২৩৩
ইন্টারনেট টিএলডি: .জিএইস

তথ্য সূত্র: ঘানা, উইকিপিডিয়া