পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র ঘানা বা গানা। এটি গোল্ড কোস্ট নামের একটি ব্রিটিশ উপনিবেশ ছিল ১৯৫৭ সাল পর্যন্ত। ঘানার কয়েকশ মাইল উত্তর-পশ্চিমের নাইজার নদীর তীরে অবস্থিত মধ্যযুগীয় সাম্রাজ্য ঘানার নামে দেশটির নামকরণ করা হয়।
রাজধানী: আক্রা
সরকারি ভাষা: ইংরেজি
আয়তন: ২,৩৮,৫৩৫ বর্গকিলোমিটার বা ৯২,০৯৯ বর্গমাইল
জনসংখ্যা(২০১৪ আনুমানিক): ২,৭০,৪৩,০৯৩
মুদ্রা: ঘানাইয়ান সেডি
কলিং কোড: ২৩৩
ইন্টারনেট টিএলডি: .জিএইস
তথ্য সূত্র: ঘানা, উইকিপিডিয়া