ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র সুইডেন। রাজধানীর নাম স্টকহোম। এই রাষ্ট্রের উত্তর-পূর্ব দিকে রয়েছে ফিনল্যান্ড, পশ্চিম দিকে নরওয়ে ও দক্ষিণ-পশ্চিম দিকে ওরেসুন্দ সেতু যা দিয়ে ডেনমার্ক যাওয়া যায়। স্ক্যান্ডিনেভীয় দেশেগুলোর বৃহত্তম রাষ্ট্র সুইডেন। দেশটি ইউরোপের তৃতীয় সর্ববৃহৎ দেশ। মাত্র ২১ জন মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। জনসংখ্যার প্রায় ৮৫% শহরকেন্দ্রিক এবং দেশের দক্ষিণপ্রান্তে অবস্থিত শহরসমূহে বসবাস করে। সুইডেন ঊনবিংশ শতক থেকেই একটি শান্তিপূর্ন দেশ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে এবং কোন ধরনের যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকেছে।
রাজধানী: স্টকহোম
সরকারি ভাষা: সুয়েডীয় ভাষা
আয়তন: ৪,৪৯,৯৬৪ বর্গকিলোমিটার বা ১,৭৩,৭৩২ বর্গমাইল
জনসংখ্যা(2012 আদমশুমারি): ৯,৫৫৫,৮৯৩
মুদ্রা: Swedish krona
কলিং কোড: 46
ইন্টারনেট টিএলডি: .se
তথ্য সূত্র: সুইডেন, উইকিপিডিয়া
ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র সুইডেন
ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র সুইডেন
রোদ
Wednesday, March 24, 2021
Marcadores:
দেশ পরিচিত
,
সাধারণ জ্ঞান