উৎপাদন কেন্দ্রে কাঁচ তৈরী করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করা হয়।
কাঁচ উৎপাদনের কাঁচামালসমূহ: বালি(কোয়ার্টজ), ক্যালসিয়াম কার্বোনেট,সোডিয়াম কার্বোনেট, বিভিন্নধরনের
রন্জক পদার্থ ইত্যাদি।
যেভাবে তৈরী করা হয়
প্রথমে, কাঁচামালের আনুপাতিক মিশ্রণ ওজন করে ট্যাংক ফারনেসে প্রায় 1400°C তাপমাত্রায় 10 — 12 ঘণ্টা ধরে উত্তপ্ত করে গলানো হয়। মানে, গ্লাস মেল্ট তৈরী করা হয়।
কাঁচ উৎপাদনে যে বিক্রিয়া ঘটে:
১.Na₂CO₃+SiO₂ -----------> Na₂SiO₃+CO₃
২.CaCO₃+SiO₂ ------------->CaSiO₃+CO₂
৩.Na₂CO₃+CaCO₃+6SiO₂
-----------> Na₂O.CaO.6SiO₂+2CO₂
আকৃতি
গলিত কাঁচকে বিভিন্ন ছাচে ঢেলে প্রয়োজনীয় আকৃতি দেওয়া হয়।
অ্যানেলিং
আকৃতি দেওয়ার পর একটি বিশেষ তাপমাত্রায় (কোমলায়ন তাপমাত্রা) গলিত কাঁচ সামগ্রিকে দীর্ঘক্ষণ রাখলে ধীরে ধীরে শীতল করে স্বচ্ছ, শক্তিশালী ও সুষম ঘনত্বের কাঁচ সামগ্রী পাওয়া যায়। এই পদ্ধতিকে অ্যানিলিং বা পাইন দেয়া বলে।
ফিনিশিং
কাঁচ সামগ্রী অ্যানেলিং করার পর ঘষে পরিষ্কার ও পলিশ করে বাজারজাত করা হয়।
১.Na₂CO₃+SiO₂ -----------> Na₂SiO₃+CO₃
২.CaCO₃+SiO₂ ------------->CaSiO₃+CO₂
৩.Na₂CO₃+CaCO₃+6SiO₂
-----------> Na₂O.CaO.6SiO₂+2CO₂
আকৃতি
ফিনিশিং