সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। সৌর জগতে বৃহস্পতি গ্রহ বাদ দিয়ে অবশিষ্ট গ্রহগুলোর ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। বৃহস্পতিসহ শনি, ইউরেনাস এবং নেপচুনকে একসাথে গ্যাস দানব বলা হয়। এই চারটি গ্রহের আরেকটি জনপ্রিয় নাম হচ্ছে জোভিয়ান গ্রহ। পৃথিবী থেকে দেখলে বৃহস্পতির আপাত মান হবে ২.৮। এটি পৃথিবীর আকাশে দৃশ্যমান উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে তৃতীয়। শুধুমাত্র চাঁদ এবং শুক্র গ্রহের উজ্জ্বলতা এর থেকে বেশি।
হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম হচ্ছে বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান। একটি কেন্দ্র অপেক্ষাকৃত ভারী মৌলসমূহ দ্বারা গঠিত থাকতে পারে। এর আকৃতি খুব দ্রুত ঘূর্ণনের কারণে কমলাকৃতির গোলকের মতো হয়েছে। একটি দুর্বল গ্রহীয় বলয় এবং শক্তিশালী ম্যাগনেটোস্ফিয়ার গ্রহটিকে ঘিরে রয়েছে। সর্বশেষ তথ্য মতে, বৃহস্পতির উপগ্রহ রয়েছে ৭৯টি, যার মধ্যে ৪টি উপগ্রহ বৃহৎ আকৃতির। এই চারটি উপগ্রহকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়। কারণ গ্যালিলিও ১৬১০ সালে প্রথম এই চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন।
উপগ্রহ
৭৯ টি বৃহষ্পতির নামকরণকৃত উপগ্রহ রয়েছে।
- মেটিস (Metis)
- অ্যাড্রাস্টিয়া (Adrastea)
- অ্যামালথিয়া (Amalthea)
- থীবী (Thebe)
- আইয়ো (Io)
- ইউরোপা (Europa)
- গ্যানিমেড (Ganymede)
- ক্যালিস্টো (Callisto)
- থেমিস্টো (Themisto)
- লেডা (Leda)
- হিমালিয়া (Himalia)
- লিসিথিয়া (Lysithea)
- এলারা (Elara)
- ডিয়া
- কার্পো (Carpo)
- এস/২০০৩ জে ১২ (S/2003 J 12)
- ইউপোরি (Euporie)
- এস/২০০৩ জে ৩ (S/2003 J 3)
- এস/২০০৩ জে ১৮ (S/2003 J 18)
- থেলজিনো (Thelxinoe)
- ইউয়ান্থ (Euanthe)
- হেলিক (Helike)
- ওর্থোসাই (Orhtosie)
- লোকাস্ট (Locaste)
- এস/২০০৩ জে ১৬ (S/2003 J 16)
- প্র্যাক্সিডিক (Praxidike)
- হার্পালিক (Harpalyke)
- নেম (Mneme)
- হারমিপ (Hermippe)
- থাইয়োন (Thyone)
- আনাক (Anake)
- হার্স (Herse)
- অ্যাল্টন (Altne)
- কেল (Kale)
- টাইগেট (Taygete)
- এস/২০০৩ জে ১৯ (S/2003 J 19)
- কালডেনে (Chaldene)
- এস/২০০৩ জে ১৫ (S/2003 J 15)
- এস/২০০৩ জে ১০ (S/2003 J 10)
- এস/২০০৩ জে ২৩ (S/2003 J 23)
- এরিনোম (Erinome)
- এওয়েড (Aoede)
- ক্যালিকোর (Kallichore)
- ক্যালাইক (Kalyke)
- কার্ম (Carme)
- ক্যালিরহো (Callirrhoe)
- ইউরিডোম (Eurydome)
- প্যাসিথি (Pasithee)
- কোর (Kore)
- সাইলিন (Cyllene)
- ইউকেল্যাড (Eukelade)
- এস/২০০৩ জে ৪ (S/2003 J4)
- প্যাসিফা (Pasiphae)
- হেজেমোন (Hegemone)
- আর্ক (Arche)
- আইসোনো (Isonoe)
- এস/২০০৩ জে ৯ (S/2003 J 9)
- এস/২০০৩ জে ৫ (S/2003 J 5)
- সিনোপ (Sinope)
- স্পোন্ড (Sponde)
- অতনয় (Autonoe)
- মেগাক্লাইট (Megaclite)
- এস/২০০৩ জে ২ (S/2003 J 2)
- এস/২০১০ জে ১ (S/2010 J 1)
- এস/২০১০ জে ২ (S/2010 J 2)
- এস/২০১১ জে ১ (S/2011 J 1)
- এস/২০১১ জে ২ (S/2011 J 2)