জেরুসালেম শহরের পরিচয়

এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের অবস্থান ভূমধ্যসাগর ও মৃত সাগর এর মধ্যবর্তী যোধাইয়ান পর্বতের মালভূমিতে জেরুসালেম (বিকল্প বানান- জেরুজালেম, যেরুজালেম, যিরুজালিম) অবস্থিত। ৩৪ ডিগ্রী অক্ষাংশ ও ৩১.৫২ ডিগ্রী দ্রাঘিমাংশের উত্তরে জেরুসালেম অবস্থিত। কিছু ধর্মের কাছে জেরুসালেম শহরটি খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে ইসলাম ধর্ম, ইব্রাহিমীয় ধর্মের ইহুদী ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। যার ফলে এটিকে একটি পবিত্র শহর হিসেবেও বিবেচনা করা হয়। প্রতিটি ধর্মের সবচেয়ে পবিত্র কিছু জায়গা জেরুসালেমে পাওয়া যায় এবং তিনটি ধর্মের মধ্যে ভাগাভাগি হয় এমন স্থান হল হারাম আল-শরিফ। "মৃত সাগর" নামক লবণাক্ত হ্রদ জেরুসালেমের একটু দক্ষিণে, জর্দান নদীর পশ্চিম প্রান্তে আছে।




আয়তন:
১২৫.১৫৬ বর্গকিমি বা ৪৮.৩২৩ বর্গমাইল
সময় অঞ্চল: IST, PST (ইউটিসি+০২:০০)
গ্রীষ্মকালীন (দিসস): IDT, PDT (ইউটিসি+০৩:০০)

তথ্য সূত্র: জেরুসালেম, উইকিপিডিয়া