সৌরজগতের অষ্টম গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন যা রোমান সমুদ্র দেবতা নেপচুনের নামে নামাঙ্কিত হয়েছে। পরিধিতে চতুর্থ এবং ভরে তৃতীয় সর্ববৃহৎ গ্রহ নেপচুন। এর পরিবেশ অনেকটা ইউরেনাস গ্রহের মতো। নেপচুনের ১৪টি উপগ্রহ রয়েছে:
- ন্যায়আড (Naiad)
- থ্যালাসা (Thalassa)
- ডেস্পিনা (Despina)
- গ্যালাটিয়া (Galatea)
- ল্যারিসা (Larissa)
- প্রোটিয়াস (Proteus)
- ট্রাইটন (Triton)
- নেরিড (Nereid)
- হেলিমিড (Helimede)
- স্যাও (Sao)
- ল্যাওমেডিয়া (Laomedia)
- নেসো (Nesso)
- স্যামাথ (Psamathe)
- এস/২০০৪ এন১ (S/2004 N1)