প্রথম বিশ্বযুদ্ধ কাকে বলে

প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয়ে ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত হয়েছিল।


১৯১৪ সালের ১৮ জুন, অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে এক সার্বের গুলিতে নিহত হন। অস্ট্রিয়া-হাঙ্গেরি যুবরাজকে হত্যা করার জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুলাই যুদ্ধ ঘোষণা করে। যে রাষ্ট্রগুলো দু'দেশের বন্ধু ছিল ওরাও এই যুদ্ধে ধীরে ধীরে জড়িয়ে পড়ে। যুদ্ধে যোগ দিয়েছিল ওই সময়ের অর্থনৈতিকভাবে শক্তিশালী সকল দেশ। এইভাবে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া-হাঙ্গেরি, উসমানীয় সাম্রাজ্য, বুলগেরিয়া ও জার্মানি। এদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। আর অন্যদিকে ছিল সার্বিয়া, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইতালি, রুমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। এদের বলা হতো মিত্রশক্তি।

তথ্য সূত্র: প্রথম বিশ্বযুদ্ধ, উইতিপিডিয়া