হলোকাস্ট মানে ইহুদি নিধন। ইউরোপের তদানীন্তন ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশকে হিটলারের নেতৃত্বে জার্মান নাৎসি সামরিক বাহিনী নির্বিচারে হত্যা করে। প্রায় ষাট লক্ষ ইহুদি মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে জার্মানিতে নাগরিক সমাজ থেকে ইহুদিদের উৎখাতের জন্য আইন করা হয়। নাৎসিদের উত্থানকে জার্মানিতে তৃতীয় রাইখ ("তৃতীয় রাজ্য") বলা হয়। নাৎসি জার্মানি পূর্ব ইউরোপের কিছু এলাকা দখল করে ইহুদিদের গণহারে গুলি করে হত্যা করে। একজন ইহুদি গণহত্যা বিশেষজ্ঞ বলেছেন তারা জার্মানিকে একটি 'নরঘাতক রাষ্ট্রে' পরিণত করেছিল।
স্থান: নাৎসি জার্মানি এবং জার্মান-অধিকৃত উপনিবেশ
তারিখ: ১৯৪১-৪৫
হামলার ধরন: গণহত্যা, জাতি নির্মূলকরণ, বহিষ্কার
নিহত: ৬,০০০,০০০
হামলাকারী দল: নাৎসি জার্মানি ও তাদের মিত্রবর্গ
অংশগ্রহণকারীর সংখ্যা: ২০০,০০০
তথ্য সূত্র: ইহুদি গণহত্যা, উইকিপিডিয়া