জুরং কি

জুরং হচ্ছে চীনের পাঠানো একটি রোবট যান। গতবছরের ২৩ জুলাই চীনের এই মঙ্গল অভিযানের সূচনা হয়েছিল। ইউটোপিয়া প্লানিশা মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধের যে বিস্তৃত ভূখণ্ডকে বলা হয়, সেখানে সেই ছয় চাকার সৌরবিদ্যুতচালিত রোবট যান ‘জুরং’ শনিবার ভোরে অবতরণ করে। চীনের অগ্নিদেবতার নামে ২৪০ কেজি ওজনের এই রোবটযানের নাম দেওয়া হয়েছে। এতে ছয় ধরনের বৈজ্ঞানিক গবেষণার সরঞ্জাম রয়েছে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে সৌরজগতের চতুর্থ গ্রহে কখনো প্রাণের সঞ্চার হয়েছিল কি না, তা খুঁজে বের করা।